Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্গানোগ্রাম

১৯৮৫ সনের ১০ জানুয়ারি তারিখে বাংলাদেশ গেজেটে প্রকাশিত ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার মন্ত্রণালয়ের ২৪ ডিসেম্বর ১৯৮৪ খ্রিষ্টাব্দ তারিখের IC-15/84/1689-Estt নং প্রাতিষ্ঠানিক আদেশে পুনর্গঠিত রাজস্ব কাঠামোর অধীনে ১৯৮৫-৮৬ অর্থবৎসর হইতে আরম্ভ করিয়া ৩য় পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদের মধ্যে পর্যায়ক্রমে সাবেক জেলাগুলিকে কেন্দ্র করিয়া স্থায়ী জোনাল সেটেলমেন্ট অফিস এবং তাহার অধীন ৪৬০টি উপজেলায় সহকারী সেটেলমেন্ট অফিসারের অফিস স্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সহকারী সেটেলমেন্ট অফিসারের অফিসে মঞ্জুরীকৃত পদ সংখ্যা নিম্নরূপ :-

 

 

মঞ্জুরীকৃত পদ সংখ্যা ১৯

কর্মরত পদ সংখ্যা ৮

শুন্য পদ সংখ্যা ১১

 

যাঁচ মোহরার (২টি), সহকারী সেটেলমেন্ট অফিসার, পেশকার, রেকর্ড কিপার এবং প্রসেস সার্ভার (১টি) এর সকল পদ এবং উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার, সার্ভেয়ার, কপিস্ট কাম বেঞ্চ সহকারী, খারিজ সহকারী (৩ জানুয়ারি ২০২৪ তারিখ হতে অবসরোত্তর ছুটিতে) ও চেইনম্যান এর (প্রতিটির ২টির মধ্যে) ১টি করে পদ শুন্য