Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

ভারত সীমান্ত সংলগ্ন নিম্নলিখিত ৩টি মৌজার অবশিষ্ট কাজ সম্পন্ন করা। তন্মধ্যে-

 

 

(ক) ২টি মৌজার জরিপ কাজ সম্পন্ন করা-

ক্রমিক নং মৌজার নাম জেএলনং
হুগলীছড়া টি গার্ডেন ৮৯
বর্ম্মাছড়া টি গার্ডেন ১০৫

 

 

উল্লেখ্য,

  • হুগলীছড়া টি গার্ডেন মৌজার মোট ৫টি সিটের মধ্যে ৪টি এবং বর্ম্মাছড়া টি গার্ডেন মৌজার মোট ২টি সিটের মধ্যে ১টি সিটের মাঠ পর্যায়ের জরিপ কাজ সম্পন্ন হয়েছে।
  • মৌজাদ্বয়ের প্রতিটির কেবলমাত্র ১টি করে (যথাক্রমে ৫ নং ও ১ নং) মোট ২টি সিটের মাঠ পর্যায়ের জরিপ কাজ বাকি আছে।
  • দু'টি সিটই ভারত সীমান্ত সংলগ্ন।
  • সিটে আন্তর্জাতিক সীমানা প্রতিস্থাপন অন্তে সিট দু'টি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে সরবরাহ পাওয়ার পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

 

(খ) আনসার্ভেড মৌজাটির জরিপ কাজ সম্পন্ন করা-

ক্রমিক নং মৌজার নাম জেএলনং
তরফ হিলস রিজার্ভ ফরেস্ট ৮৫

 

বিশেষ দ্রষ্টব্য :-

 

১। উল্লিখিত ৩টি মৌজায় ব্যক্তিমালিকানাধীন কোন জমি নাই, সকল জমির মালিকানা বাংলাদেশ সরকারের।

 

২। ব্যক্তিমালিকানাধীন জমি রয়েছে, শ্রীমঙ্গল উপজেলার এমন সকল মৌজার ভূমি জরিপ ও রেকর্ড প্রণয়নের কাজ শেষ করে ছাপা খতিয়ান ও ম্যাপ ভূমি মালিকদের হাতে তুলে দেয়া হয়েছে।