শ্রীমঙ্গল উপজেলা কমপ্লেক্স চত্বরে ৪-৬ অক্টোবর ৩ দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। মেলার ১ম দিনটি জনসমাগমে মুখর ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন পর্বের পর মঞ্চে ছিল টক শো সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মোট ৬২টি স্টল নিয়ে মেলা প্রাঙ্গন সাজানো হয়েছে।
সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম এর আন্তরিকতায় মাত্র ৩ দিনের প্রস্তুতিতে এ বিশাল আয়োজন সফল হয়েছে। মেলার ২য় দিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ছিল।
আজ ছিল মেলার শেষ দিন। আজ মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদ সদস্য জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ মহোদয়ের স্টল পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস